স্টাফ রিপোর্টার মোঃ ওমর ফারুক।
বিস্তারিত: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নে ৩০ জুলাই গভীর রাতে চাঞ্চল্যকর ত্রিপল হত্যাকান্ডের ৮ দিনের মাথায় সে আলোচিত লোমহর্ষক রহস্য উন্মোচন করেছে। পিরোজপুর গোয়েন্দা শাখা ও মঠবাড়িয়া থানা পুলিশের অভিযানে ৮ আগস্ট রাত অনুমান ১ ঘটিকায় হত্যার মূল পরিকল্পনাকারী মোঃ অলি বিশ্বাস (৩৮), পিং- মৃত তোজাম্বর আলী বিশ্বাস, গ্রাম- ধানিসাফা হতে গ্রেফতার করেন। পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী ঘটনার সাথে জড়িত অন্য খুনি রাকিব বেপারী (২০), পিং- কাওসার বেপারীকে একই এলাকা থেকে গ্রেফতার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের তথ্যের ভিত্তিতে বাকী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামাল অলি বিশ্বাসের নিজ বাড়ির পুকুর হতে উদ্ধার করেন। হত্যা মিশনে ব্যবহৃত ২ টি স্টিলের পাইপ, ১ টি রামদা, ১ টি দেশীয় দাও ও লুণ্ঠিত কিছু অর্থসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, এ চক্রটি দস্যুতা করার উদ্দেশ্যে আয়নাল হকের বাড়িতে সিঁধ কেটে প্রবেশ করে তারা মুলত আয়নাল হকের একই এলাকার পরিচিতজন। এক পর্যায়ে তাদের আয়নাল হক চিনে ফেলায় ফেঁসে যাবার ভয়ে গোটা পরিবারকে হত্যার পরিকল্পনা গ্রহণ করে। আজ শনিবার সন্ধ্যায় থানা চত্বরে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান স্থানীয় সাংবাদিকদের সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যাকান্ডের রহস্য লিখিত আকারে প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, থানা অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদুজ্জামান, ওসি তদন্ত আঃ হক সহ পিরোজপুর ডিবি পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ।