ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের দ্রুত উপজেলা বাস্তবায়নের দাবিতে উপজেলা বাস্তবায়ন যুব পরিষদ কমিটি গঠিত হয়। ৮/৯/২০২০মঙ্গলবার দুপুরে মধ্যনগর থানা আওয়ামীলীগের কার্যালয়ে এ মতবিনিময় সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি’কে সভাপতি ও ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আহমেদ’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল করিম, মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস, বণিক সমিতির সভাপতি অমরেশ চৌধুরী,আওয়ামীলীগের সহ-সভাপতি এহসান আহমেদ, অ্যাডঃআব্দুল মজিদ,সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবুদ্দিন তালুকদার, মোবারক হোসেন, থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুব আলম ফারুকী, যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।