… জিল্লুর রহমান সাগর বিশেষ প্রতিনিধি মাগুরা জেলায় পানি সম্পদ উপমন্ত্রী এ,কে,এম এনামুল হোক শামিম আগমন উপলক্ষে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি মসিয়ার রহমান এর নেতৃত্বে এক বুশাল মোটরসাইকল রেলি নিয়ে সমাবেশ সফল করতে আগমন।
এসম উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বদিয়ার রহমান মন্ডল, ইউ পি সদস্য সিরাজুল ইসলাম টোকন, ইউ পি সদস্য কাজী আঃ রইফ,নজরুল ইসলাম,আব্দুল মালেক, রজব,মজিবর রহমান, রবি,নুরল সহ আরো অনেকে।