মোঃ রাকিব মৃধা বেতাগী প্রতিনিধি।
বরগুনা বেতাগী উপজেলার ২নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেতাগী উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পদক মোঃ নজরুল ইসলামকে। স্থানীয় সরকার পল্লী উন্নায়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী। স্বমরিত এক লিখিত মাধ্যমে চেয়ারম্যান পথ থেকে সাময়িক বরখাস্তের বিষটি জানানো হয়। এই বিষয়ে জানাগেছে মোঃ নজরুর ইসলাম বরগুনার হোটেল কক্ষে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনের সময় পুলিশ কর্তিক হাতেনাতে গ্রাফতার হওয়ায়। এবং এই বিষয়ে বরগুনা সদর থানায় দায়েরকৃত ফৌদারি মামলা চলমান থাকায়। বেতাগী সদর ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম সাময়িকভাবে বরখাস্ত করা হয়। মোঃ রাকিব মৃধা বেতাগী রগুনা। BD STER TV