খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ
ময়মনসিংহের মুক্তাগাছায় সত্রাশিয়া বাজারের পাশে মোটরসাইকেল– প্রাইভেটকার দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।নিহতের নাম রঞ্জিত মিত্র (৪৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস । আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ- মুক্তাগাছা সড়কের কুমারগাতা ইউনিয়নের সত্রাশিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দুইজন আরোহী নিয়ে মুক্তাগাছার মুজাটি চৌরঙ্গীর মোড়ের বাসিন্দা রঞ্জিত মিত্র মোটর সাইকেল চালিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছিল পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ওভারটেক করতে চায় । এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে । মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ উদ্ধার করা হয়েছে।