জিল্লুর রহমান সাগর বিশেষ প্রতিনিধি
শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে এ প্রতিযোগিতা শুরু হয়ে কাজলী বাজার ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে । সকাল ১০ টায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ ।
ম্যারাথনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দৌড়বিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন ।