গোবিন্দ মল্লিক মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
গত ৩০/০৯/২০২০ইং মৌলভীবাজারে শহরের বদরুন্নেছা প্রাইভেট হাসপাতালে ডাক্তারের অবহেলায় সাড়ে সাত মাসের গভবর্তী মহিলা লিলি বেগমের মৃত্যুর ঘটনা ঘটে বুধবার রাতা ৯ঘঠিকায় হাসপাতালে ভর্তির পর থেকে কোন চিকিৎসা না দেয়ায় রাত আনুমানিক সাড়ে ১০ ঘটিকায় তার মৃত্যু হয়। পরিবারের সাতে যোগাযোগ করে যানাযায়,উনারা হাসপাতালে নিয়ে এসেছি পরিক্ষা করানোর জন্য অথচ হাসপাতাল কর্তৃপক্ষ গর্ভবর্তী মহিলার সিজার করতে হবে তা না হলে রুগিকে বাঁচানো যাবেনা। এর কিছুক্ষন পর হাসপাতাল কর্তৃপক্ষ জানান গর্ভবর্তী নারী মারা গেছেন ও তাংক্ষনিক ডাক্তার,নার্সসহ স্টাফ কর্মচারী প্রায় ১ঘন্টা উদাও হয়ে যান। যাহা সরজমিনে সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেনী পেশার এগিয়ে আসলে ঘটনাস্থল হাসপাতাল পৌঁছে দায়িত্বরত ডাক্তার,নার্স,আয়াসহ অন্যন্যেদের দেখতে না পেয়ে সবাই প্রায় ঘন্টা খানেক সময় হতাশ হয়ে যান। সবার একটাই প্রশ্ন হাসপাতাল কর্তৃপক্ষ পালাবে কেন,কারণ কি ও বাচ্চাকে বাঁচানোরও কি দায়ভার ছিলনা ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের। নিহতের পরিবারের সদস্যরা আরো বলেন, প্রথমত সাড়ে সাত মাসের গর্ভবতী মহিলাকে চেকআপের জন্য বদরুন্নেছা প্রা: ক্লিনিকে নেয়া হয়েছে তাহলে সিজার কেন।আর সিজার করলে তো অপারেশন রুমে নিয়ে যাওয়ার কতা কিন্তুু অন্য রুমে কেন। তাছাড়া গর্ভবতীর মৃত্যুর সাথে সাথে বাচ্চার জন্য কি করলেন ডাক্তার এমন প্রশ্ন তোলে পরিবার ও আত্বীয় স্বজন এমনকি যারা উপস্থিত হয়েছেন তাদের মাছে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত বিষয়ে সহযোগিতায় আশ্বস্থ করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। লিলি বেগম মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারবাগ গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী আহাদ মিয়া স্ত্রী।