তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের আঠারবাড়ীতে সরকারি রাস্তায় দোকানঘর নির্মাণ ও ভাড়াটিয়া দোকানদারদের দোকানঘর জবরদখলে রাখায় রায়বাজার মহাজন সমিতির উদ্যোগে ও ক্ষতিগ্রস্ত ভাড়টিয়া ব্যবসায়িদের এক লিখিত অভিযোগর প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাঈদা পারভীন,রায়বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এ,এস,আই আব্দুল হান্নান,ভুমি সহকারী কর্মকর্তা মজিবুর রহমান,রায়বাজার মহাজন সমিতি, মুক্তিযোদ্ধা রানা ঘোষ,সহ সর্বস্থরের ব্যাবসায়িগনের উপস্থিতিতে আজ বুধবার দুপুর বেলায় এক অভিযান চালিয়ে ভুমিদস্যু হিসাবে পরিচিত গলকুন্ডা গ্রামের মান্নান ভুইয়ার ছেলে কামাল হোসেন এর নিকট হইতে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া, ব্যবসায়ি-হুমায়ুন,জাহাঙ্গির,আজিজ,সাইদুল,প্রদীপ বনিক,বাচ্চু মিয়া,সাইদুল, এদের ভাড়াটিয়া দোকান ঘরের ভাড়াটিয়া দখল বুঝাইয়া দেওেয়া হয়। বাজারের ব্যবসায়ীরা সরকারি রাস্তা দখলকরে স্থাপনা নির্মাণ করায় সংশ্নিষ্ট কর্তূপক্ষের নিকট উচ্ছেদ অভিযান করার দাবি জানান।