ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে এক তরুণের মৃত্যু।

0
6

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে সদ্য এসএসসি পাশ করা এক তরুণের মৃত্যু হয়েছে। আজ সোমবার দূপুরে সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে ওই দুর্ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (১৬) আজ সোমবার দুপুর ১টার দিকে বাড়ির কাছে নিজেদের মৎস্য খামারে মাছের খাবার দিতে যায়। এসময় ভারি বর্ষণ ও বজ্রপাত হচ্ছিলো। কিন্তু প্রায় ১ ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় রাকিবের খোঁজে বের হয় তার পরিবারের লোকজন। এসময় বাড়ির অদূরে একটি রাস্তার পাশে বজ্রপাতে ঝলসে যাওয়া রাকিবকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় তার পরিবারের লোকজন। রাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পিতা আফতাব উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here