ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাল্য বিবাহের জন্য দুই পরিবারকে জরিমানা।

0
6

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি। বাল্য বিবাহের অপরাধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর এবং কনে দুই পক্ষকেই জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করা হয়। এসময় বর পক্ষকে দশ হাজার এবং কনে পক্ষকে দশ হাজার টাকা সহ মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, উপজেলার কাকনহাটি গ্রামের আব্দুস সালামের ছেলে মঞ্জুরুল হকের সাথে বিয়ে ঠিক হয় একই উপজেলার শর্ষি গ্রামের মরহুম আবু কাউসারের মেয়ে লিমা আক্তারের। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) সাঈদা পারভীন। এসময় দুই পক্ষকে মুচলেকা পূর্বক জরিমানা করে বিয়ে ভেঙে দেয়া হয়। সাঈদা পারভীন বলেন, বাল্যবিবাহ আইনগত ভাবে সমর্থনযোগ্য নয়। সুস্থ জাতি তৈরিতে বাল্য বিবাহ বন্ধের কোন বিকল্প নেই। এধরনের আইনবিরোধী বিয়েকে কখনও সমর্থন দেয়া হবেনা বলে জানান তিনি। আজকের বাল্য বিবাহে বর এবং কনে পক্ষ, নির্দিষ্ট বয়সের আগে বিয়ে দেওয়া হবে না এই মর্মে মুচলেকা দেয়ায়, বিশ হাজার টাকা জরিমানা আদায় করে বিয়ে ভেঙে দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here