তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালত মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন খাদ্য পণ্য বিক্রয় ও মূল্য তালিকা না রাখায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় পৌর শহরের মহিলা কলেজ রোড ও শিলাসী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন খাদ্য পণ্য বিক্রয় ও মূল্য তালিকা না রাখায় সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা করেন তিনি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই জরিমানা করা হয়েছে।