ময়মনসিংহের তারাকান্দায় ফেসবুকে প্রেম-স্বামীকে তালাক বিয়ের দাবিতে অনশন।

0
7

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশন করছেন এক কলেজছাত্রী। জানা যায়, উপজেলার কামারগাঁও ইউনিয়নের ভেরুয়া গ্রামের আবুচানের ছেলে প্রেমিক সাদ্দাম হোসেনের বাড়িতে গত রবিবার দুপুর থেকে অনশন শুরু করছেন ওই ছাত্রী। বিয়ের দাবিতে অনশনে বসা তরুণী তারাকান্দা বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী। অনশনে থাকা ওই শিক্ষার্থী জানান, তিন বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় সাদ্দামের সাথে। মোবাইলের মাধ্যমেই তার সাথে কথাবার্তার এক পর্যায়ে গভীর সম্পর্ক প্রেমে পরিণত হয়। ওই শিক্ষার্থী জানান, হঠাৎ আমার পরিবার অন্য জায়গায় বিয়ে দেন আমার ইচ্ছার বিরুদ্ধে। এতে সাদ্দাম আরো বেপরোয়া হয়ে ওঠেন। মোবাইলে কান্নাকাটি করে সাদ্দাম আমাকে একদিনও সংসার করতে দেয়নি। তার কথায় ওই স্বামীকে তালাক দিতে বাধ্য হই। গত কয়েক মাস ধরে তার সাথে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয়েছে আমার। হঠাৎ সাদ্দাম আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরিবারের অজুহাত দেখিয়ে অন্যত্র বিয়ে করার পাঁয়তারা করে এবং আমাকে এড়িয়ে চলে। তাকে বিয়ে না করতে পারলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। এ অবস্থায় বেঁচে থাকাটাই কষ্ট। নিজ পরিবার থেকে বিচ্চিন্ন হওয়ার পথে তিনি। বিয়ে করা স্বামীকেও ছাড়তে হয়েছে। শুধুমাত্র সাদ্দামের কারণে। এদিকে মেয়েটির পরিবার জানায়, লেখাপড়া করা অবস্থায় তাকে অন্যত্র বিয়ে দিলেও সাদ্দাম মেয়েটিকে সংসার করতে দেয়নি। অনশনরত বাড়িতে প্রেমিক সাদ্দামের পরিবারের লোকজনকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, মেয়েটির অনশনের কথা শুনে বাড়ির লোকজন পালিয়েছে। এ ব্যাপারে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, ভিকটিমকে ওই বাড়ি থেকে গতকাল রাত উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের বাড়ি ফুলপুর থাকায় মেয়েটিকে ফুলপুর থানায় পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here