তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল-পোড়াবাড়ী সড়কের বেহাল দশা। দেখার যেন কেউ নেই। বছর ঘুরতে না ঘুরতেই খানা-খন্দ সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে দেড় কোটি টাকা ব্যয়ের সড়কটি। ত্রিশাল পোড়াবাড়ী সড়কের সাড়ে ছয় কিলোমিটার সড়কটি মেরামত কাজের জন্য ২০১৮-১৯ অর্থবছরের জুন মাস পর্যন্ত সময় নির্ধারণ করে দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান বিএম এন্টারপ্রাইজকে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান বিএম এন্টারপ্রাইজ। স্থানীয়রা জানায়, ত্রিশাল-পোড়াবাড়ী সড়কটির কাজ শেষ হওয়ার বছর না ঘুরতেই সড়কে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। সড়কে চলাচলকারী মালবাহী যানবাহন নিয়মিতই আটকে যাচ্ছে এসব খানা-খন্দে। ঘটছে দুর্ঘটনা, হতাহত হচ্ছে সড়কে চলাচলকারী মানুষ। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে মালবাহী যানবাহন এবং পথচারীকে। স্থানীয় ভুক্তভোগী রাকিবুল হাসান রাকিব বলেন, ত্রিশাল-পোড়াবাড়ী সড়কটি দেড় কোটি টাকা ব্যয়ে সড়ক মেরামত করা হলেও অল্প কিছু দিনের মধ্যে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কদ্দুস মণ্ডল বলেন, ত্রিশাল-পোড়াবাড়ী সড়কটি ত্রিশাল, ভালুকা, টাঙ্গাইলের সঙ্গে সংযোগ সড়ক। এ সড়ক দিয়ে তিন উপজেলার মানুষের যাতায়াত। নির্মাণের কিছু দিনের মধ্যেই সড়কে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। যতই দিন যাচ্ছে এই সড়ক দিয়ে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, আমি সড়কটি পরিদর্শনে গিয়ে দেখে এসেছি। উপজেলা প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, খানা খন্দ সংস্কারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে ঠিকাদারি প্রতিষ্ঠান বিএম এন্টারপ্রাইজকে চিঠি পাঠিয়েছি।