তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।
আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার এ প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহ নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস/২০ পালিত হয়। এ উপলক্ষে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শোভন রাংসা’র সভাপতিত্বে অনূষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাসান মাহমুদ জুয়েল। বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান। বক্তব্য রাখেন নান্দ্ইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনামূল হক বাবুল, আবেদা সুলতানা, পারুল আক্তার, সঞ্চিতা রানী দাস, সালমা আক্তার, হাফিজা বেগম, আবদুল্লাহ মাহাবুব আলম প্রমূখ।