ময়মনসিংহের ভালুকায় বাসচালকের সহকারীর মরদেহ উদ্ধার।

0
14

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহের ভালুকায় জনি মিয়া (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ভালুকা পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের জনৈক বুলবুলের বাসা থেকে লাশটি উদ্ধার করে। পেশায় বাসচালকের সহকারী জনি মিয়া গাজীপুরের কাপাশিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। ময়নাতদন্তের জন্য লাশটি আজ বুধবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানা ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, জনি মিয়া মাত্র ক’দিন আগে বিয়ে করে স্ত্রীকে নিয়ে ওই ভাড়াবাসায় ওঠেন। তবে স্ত্রীর সাথে তার বনিবনা হচ্ছিল না। এদিকে, ঘটনার রাত ৮টার দিনে কাজ সেরে বাসায় ফেরেন জনি। ওই সময় তার স্ত্রী বাসায় ছিল না। পরে বাসার ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জনি। বাসার অন্য কক্ষের লোকজন টের পেলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ রাতেই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ওই ঘটনায় অপমৃত্যু মামলা নিয়ে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here