তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি:
বিস্তারিত: ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের পরিদর্শক অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তি তে গোয়েন্দা শাখা পুলিশের মাদক ও অপরাধ নির্মুলের অংশ হিসাবে আজ রবিবার সকালে গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার তার সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার ঈশ্বরগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ থানাধীন আঠারোবাড়ী থেকে ৬ কেজি গাঁজাসহ সুনামগঞ্জের তাহিরপুর এলাকার কিতাব আলীর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ মিয়া (৩২), এবং নেত্রকোনা জেলার মদন উপজেলার আলমশ্রী গ্রামের তাহের আলীর পুত্র মোহন মিয়া (৪০) নামক দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের নিকট থেকে ৬কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
এছাড়াও গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) নাজিম উদ্দিন সংগীয় অফিসার ফোর্স নিয়ে জেলার পাগলা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পাগলা থানাধীন মশাখালী থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সহ মশাখালী কশ্মী এলাকার হুমায়ুন অলিলের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন (২০) ও কিশোরগঞ্জের জিনারী এলাকার হানিফের পুত্র মোঃ শামিম ওরফে হাবিব (৩০) নাম দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। এবং এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্স নিয়ে ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটিকায় ভালুকা থানাধীন মাহমুদপুর এলাকা পাগলা থানা এলাকার ব্রীজঘাট এলাকার নাসির উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ীমোঃ মামনু মিয়া (৩০), ও ইসলাম মিয়ার পুত্র মফিজুল (২২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।