তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।
বিস্তারিতঃ ময়মনসিংহ পুলিশ পরিচয়ে চাদাবাজি করতে গিয়ে আটক হয়েছে পুলিশের হাতে।
পুলিশ পরিচয়ে গরু ব্যবসায়ীর নিকট থেকে চাঁদা আদায়কারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত ব্যক্তি আজ শুক্রবার এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নগরীর ময়নার মোড় থেকে শফিকুল ইসলাম নামে ওই প্রতারক চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়।
জেলা ডিবি ওসি শাহ কামাল বলেন, গত ১০ আগস্ট রাত ৯টার দিকে কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ মহাসড়কের ওপর গরু ব্যবসায়ীর নিকট হতে টাকা হাতিয়ে নেয় একটি চক্র। গরু ব্যবসায়ীরা নেত্রকোণা থেকে গরু ক্রয় করে ট্রাকযোগে ঢাকা যাচ্ছিল। ময়মনসিংহ শম্ভুগঞ্জ মোড় এলাকা থেকে গরু ব্যবসায়ীর নিকট নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
ঘটনাটি পুলিশের দৃষ্টি গোচরে আসলে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা মাঠে নামে। এসময় এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা রুজু হয় এবং মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখাকে দেওয়া হয়।
মহাসড়কের ভিডিও ফুটেজ দেখে ডিবি পুলিশ প্রতারককে সনাক্ত করে। পরে ময়নার মোড় নামক স্থান থেকে মো. শফিকুল ইসলামকে (৩৮) আটক করা হয়। আটককৃত প্রতারককে জেলহাজতে প্রেরন করা হবে বলে জানান।