তাজুল ইসলাম তারেক:
সিঙ্গাপুর প্রতিনিধি: যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেতা ও ঢাকা ১৭ আসেন সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে চিত্রনায়ক ফারুক। বর্তমানে সিঙ্গাপুরে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ।তবে সুস্থ না হলে দেশে ফিরবেন না , বাংলাদেশের চলচ্চিত্রের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান। সিঙ্গাপুরে গিয়ে ১৪ দিনে কোয়ারেন্টিন শেষ করে চিকিৎসা নিচ্ছেন ফারুক । আগামী একমাস সিঙ্গাপুরে চিকিৎসা নিবেন। সুস্থ হয়ে দেশে ফিরবেন ।আকবর হোসেন পাঠান ওরফে ফারুক (টিবি)যক্ষ্মায় রোগ ধরা পরেছে ।ডা: বলেন তিন থেকে চার সপ্তাহ পর বোঝা যাবে রোগটি কোন দিকে যাচ্ছে তবে ভয়ের কোন কারণ নেই জানিয়েছেন সিঙ্গাপুর চিকিৎসক । জায়েদ খান সবার কাছে দোয়া চেয়েছেন ফারুক ভাইয়ের জন্য যেন সুস্থ হয়ে দেশে ফিরেন।