মোং আবু বাক্কার সিদ্দিক বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে ভারত থেকে পাচার করে আনার সময় ১১ টি পিস্তল ২২ টি ম্যাগজিন ৫০ পিছ গুলি ১৯ কেজি গাঁজা সহ দুই জন পাচারকারীকে আটক করেছে । শনিবার রাত তিনটার সময় ২ নং ঘিবা গ্রামের একটি মাদ্রাসার পাশের পাকা রাস্তার উপর থেকে এসব অস্ত্র গাঁজা সহ দুইজনকে আটক করে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার সরবানহুদার সহিদ বিশ্বাস এর ছেলে আনারুল (৩৪) ও সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০)। নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, চোরাকারবারীরা ভারত থেকে গভীর রাত্রে অস্ত্র গুলি ম্যাগজিন ও গাঁজা নিয়ে আসার সময় বিজিবি তাদের ধাওয়া করে ২ জন চোরাচালানিকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ১১ টি ভারতীয় পিস্তল ২২ টি ম্যাগজিন ৫০ রাউন্ড গুলি ও ১৯ কেজি গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের ০১৭৬৯৬১৪০৪২ নং মোবাইলে ফোন দিলে বলেন আপনারা হেড কোয়ার্টারে যোগাযোগ করেন। যশোর ৪৯ বিজিবি অধিনায়ক সেলিম রেজার নিকট ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন পরে সব সংবাদ ব্রিফিং এর মাধ্যেমে সব তথ্য জানানো হবে।