যশোর জেলার শার্শা বাগআচড়া বাজারে৫ টি দুকানে চুরি ,

0
33

যশোর জেলা প্রতিনিধি:

মোঃ ইমরান হোসাইন যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল বাজারের পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা এসময় দোকানের শাটার ও তালা কেটে নগদ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। ভুক্তভোগী বাগআঁচড়া সাতমাইল রুপালী ট্রেডার্স এর মালিক জাহাঙ্গীর কবির জানান, প্রতি দিনের ন্যায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে দোকান বন্ধ করে বাড়ী যান। চোরেরা অনুমানিক রাত ৩ টার সময় দোকানের তালা কেটে দোকানে প্রবেশ করে নগদ ৪৫ হাজার টাকা ৮ টি মোবাইল সেট, তার মধ্যে বিকাশে ৯১ হাজার টাকা, নগদে ২১ হাজার টাকা, রকেটে ২০ হাজার ৩ শ টাকা, পারসোনালে ৯ হাজার ৫ শ টাকা, শিউর ক্যাশ ২১ হাজার টাকা। মোট ১ লক্ষ ৮৬ হাজার চুরি হয়েছে বলে তিনি জানান। একই সময়ে আরো চুরি হয় সাতমাইল তাছিম সামি ভ্যারাইটি ষ্টোরে নগদ ২ হাজার টাকা, হাসপাতাল মোড় ভাই বোন ষ্টোরে নগদ ৩৫ হাজার টাকা এবং সাইদুর ষ্টোরে নগদ ৫ হাজার টাকার মালামাল। পাঁচ দোকানের সর্বমোট ২ লক্ষ ৫০ হাজার টাকা চুরি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান । উল্লেখ্য, গত ২৪ আগস্ট বাগআঁচড়া জিবলীতলা রাজিয়া ট্রেডার্স থেকে ৫০ হাজার টাকার মালামাল ও তিনটি বাইসাইকেল চুরি হয়। এদিকে আবারও বাজারে চুরি শুরু হওয়ায় আতংক বিরাজ করছে বাজার ব্যবসায়ীদের মধ্যে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ওসি) উত্তম কুমার বিশ্বাস জানান, আমাদের কাছে কেউ আসে নাই, তবে কোন অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here