রামপালে বন ও পরিবেশ উপমন্ত্রীর মতবিনিময় সভা

0
11
আলী আজীম, বাগেরহাট জেলা প্রাতিনিধিঃ
রামপালের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) সকাল ৯ টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। এ সময় তিনি জনপ্রতিনিধি এবং সরকারী কর্মকর্তা কর্মচারীদের করোনা পরিস্থিতি সম্পর্কে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার নির্দেশনা দেন। জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের দূর্নীতিমুক্ত থেকে কাজ করার জন্য আহব্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মনজুরুল আলম, ইউপি চেয়ারম্যান নূরুল আমিন, গাজী গিয়াস উদ্দিন, গাজী আকতারুজ্জামান, ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here