কোনাবাড়ী থানা প্রতিনিধি,
মোঃ হোসেন মিয়া মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে র্যাব-১। এরই ধারাবাহিকতায় গতকাল ০৬ সেপ্টেম্বর ২০২০ তারিখ অনুমান ১০.৩০ ঘটিকার সময় র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, গাঁজার একটি বড় চালান গাজীপুর মহানগরীর কড্ডার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে তাৎক্ষনিক জিএমপি, গাজীপুর বাসন থানাধীন কড্ডা ট্রাক ষ্ট্যান্ড কড্ডা ব্রীজ সংলগ্ন এর পূর্বপাশে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের উপর অভিযান পরিচালনা করেন। আভিযানিক দলটি সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ শরীফ মিয়া(৩৫), পিতা-মোঃ ওহিদ মিয়া, মাতা-মোসাঃ মনোয়ারা বেগম, সাং-কালীকৃষ্ণনগর, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দখল হইতে ৩৪(চৌত্রিশ) কেজি গাঁজা, ০১(এক) টি পিকআপ, নগদ ২,৪০০(দুই হাজার চারশত) টাকা এবং ০১(এক) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে দেশী/বিদেশী মাদক আমদানি করিয়া উক্ত পিকআপ যোগে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করে। অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা নিজের হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(গ) ধারার অপরাধ। উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।