চিফ রিপোর্টার:
নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি ও সরকারী আদেশ প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় সরকারী আদেশ না মানায় ও অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ৫০ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়। শনিবার ১৭ এপ্রিল লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে সরকারী আদেশ না মানায় এক ব্যক্তিকে ৩শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পাশা পাশী এসময় দরিদ্রের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ। এছাড়া ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়িয়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।