লালপুরে ভেজাল গুড় কারখানায় র‍্যাবের অভিযান ২ লক্ষ টাকা জরিমানা

0
12

লালপুর (নাটোর) প্রতিনিধি:
লালপুর উপজেলায় ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে এক ভেজাল গুড় ব্যবসায়ীকে র‍্যাব-৫ এর সহতায় লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২লক্ষ টাকা জরিমানা করেন ।

মঙ্গলবার (২২সেপ্টেম্বর-২০২০) সকালে উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার এক ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে এই জরমিানা করেন র‍্যাবের ভ্রাম্যমান আদালতের বিচারক ও লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ।

র‍্যাব জানায়, ভেজাল গুড় তৈরী হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার এক ভেজাল গুড় কারখানায় অভিযান চালায়। এসময় ১৫ হাজার কেজি ভেজাল গুড়, রং ও গুড় তৈরীর সরঞ্জামসহ মোস্তাক নামের এক ভেজাল গুড় ব্যবসায়কে আটক করা হয়। ভেজাল গুড় তৈরীর অপরাধে ঐ ব্যবসায়ীকে
২ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মোস্তাক নেড়া খাঁর ছেলে।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মি আক্তার এর ভ্রাম্যমান আদালতের সত্যতা নিশ্চিত করে জানান, ভেজাল গুড় উৎপাদনের অপরাধে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় গুড় ব্যবসায়ী মোস্তাক কে ২লক্ষ টাকা জরিমানা করা হয়।

###
এ কে আজাদ সেন্টু
লালপুর, নাটোর
২২.০৯.২০২০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here