লালপুর( নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে পুকুরে ডুবে সামিউল ইসলাম (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মহারাজ পুর গ্রামের শিপন আলীর ছেলে শনিবার (২৬সেপ্টেম্ব২০২০) দুপুর আনুমানিক ২.৩০ মিনিটে এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে পুকুরে শিশু সামিউল মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় । এ সময় সামিউলের পরিবার ও স্থানীয়রা তাকে পুকুর থেকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন। পরে মহারাজপুর করবস্থানে দাফন সম্পন্ন করা হয় । এ ব্যাপারে লালপুরের বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।