মোল্লা মনিরুজ্জামান মনির, ইতালি প্রতিনিধিঃ
লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুফরা শহরে মানব পাচারকারীদের একটি গোপন কারাগারে অভিযান চালিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ সময় ১৫৬ জন আফ্রিকান অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৫ জন নারী ও পাঁচজন শিশু রয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি এই অভিযান পরিচালনা করা হয়। মানব পাচরকারীরা একটি গৃহকে কারাগারে রূপান্তরিত করেন। গত সপ্তাহে একজন অভিবাসী কারাগার থেকে পালিয়ে এসে পুলিশকে জানান। এই ঘটনায় ছয়জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, উদ্ধারকৃত অভিবাসীরা সোমালিয়া, ইরিত্রিয়া এবং সুদানের নাগরিক বলে জানা গেছে। সূত্রঃ আলজাজিরা।