শরণখোলায় সড়ক দুর্ঘটনায় রেনু বেগম নামে এক নারী নিহত!

0
16

মোঃ লালচান মাহমুদ শরণখোলা প্রতিনিধিঃ শরণখোলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে। নিহতের পুত্র আল-আমিন জানায়, গতকাল (মঙ্গলবার) সকাল ১১টার দিকে তার মা রেনু বেগম (৫০) শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক পাড় হওয়ার সময় দ্রæত গামী একটি মটর সাইকেল তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কিছু সময় পর তার মৃত্যু হয়। নিহত রেনু বেগম মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী গ্রামের কাঠ মিস্ত্রী আঃ শহিদ শেখের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে শরণখোলায় একটি ভাড়াটিয়া বাসায় থাকতেন। এ ব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ জানান, গুরুতর আহত ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। কিন্তু রওয়ানা দেয়ার পুর্বে সে মারা যায় । শরণখোলা থানা অফিসার (ওসি) এস.কে আব্দুল্লাহ আল-সাইদ জানান, চালক সহ ওই মটর সাইকেলটি শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা রেকর্ড হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here