সুনামগঞ্জ প্রতিনিধি:: মেঘালয়ের পাদদেশে শহীদ সিরাজ লেকের মনোরম পরিবেশে ব্যতিক্রমী আলোচনা সভা অনুষ্টিত হয়েছে । শুক্রবার বিকালে তাহিরপুর উপজেলার উল্লেখযোগ্য এই পর্যর্টন স্পটে এই সভা হয়। উপজেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা সেচ্ছাসেবক লীগে সভাপতি সুষেণ বর্মণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ । সভায় স্বাগতিক বক্তব্য রাখেন, জেলা সেচ্ছালীগের সহ-সভাপতি আবুল খায়ের।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারন সম্পাদক মোবাশ্বের চৌধরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ,ফ,ম মাহবুবুল হাসান মাহমুব, কেন্দ্রীয় কমিটির সদস্য এড. কামাল উদ্দিন, সদস্য শাহিন চৌধরী, সদস্য আবুজাফর,তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজ্বী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধরী, সাধারন সম্পাদক জুবের আহমেদ অপু ও স্থানীয় নেতৃবৃন্দ ।
প্রধান বক্তা বলেন, শেখ হাসিনা সরকার পরিবেশ বান্ধব সরকার, উন্নয়নের স্বার্থে জোরালো পদক্ষেপ রেখেছেন। পরিবেশ রক্ষার স্বার্থে যেকোন প্রকল্প গ্রহণ করেন । তিনি আরো বলেন, পরিবেশ উন্নয়ন হলে, রোগ জীবাণুসহ দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যাবে। প্রকৃতির সৌন্দর্য ভরপুর হবে। আসুন আমরা সকলে মিলে পরিবেশ রক্ষা করি, রোগ জীবাণু থেকে আগামী প্রজন্মকে রক্ষা করি। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলি। এসময় লেক সংলগ্ন এলাকায় ডাস্টবিন এর শুভ উদ্বোধন করেন তিনি।