মোঃ আবু বাক্কার সিদ্দিক বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের সেথাই জোড়া ব্রীজের পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ২০ বোতল ভারতীয় (সিক্সটি) বাংলা ম দ উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। সোমবার (২২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রেরে পুলিশ ভারতীয় ২০ বোতল বাংলা মদ জব্দ কর। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম গোগা ইউনিয়নের সেথাই জোড়াব্রীজের পাশে পাঁকা রাস্তার উপর থেকে ২০ বোতল (১০ লিটার) ভারতীয় বাংলা (সিক্সটি) মদ উদ্ধার করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায।