শৈলকুপা বাজারের ১৪ লাখ টাকার জমি অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধারঃ

0
15

মোঃ ইনছান আলী জেলা প্রতিনিধি ঝিনাইদহ ২০-০৯-২০ইং

উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়, শৈলকুপায় কর্মরত অফিস সহায়ক জনাব মোঃ আখতারজ্জামান তার মাতা মোছাঃ নাছিমা খাতুনের নামে শৈলকুপা হাটের পেরিফেরীভূক্ত ১২৪ নং মৌজার ১ নং খাস খতিয়ানের ৪৩৫ নং দাগের ২১০ বর্গফুট জমি ১৯৫২ টাকা বার্ষিক ফি ধার্য করিয়া লীজ নেয়। পরবর্তীতে মোঃ আখতারুজ্জামান সরকারী শর্ত ভঙ্গ করিয়া জালওয়াতির মাধ্যমে জনাব মোঃ আজিজুর রহমানের কাছে ১৩ ৯৫ ০০০০/- টাকায় বিক্রি করে দেয় যা আইন বহির্ভুত। সরকারী লীজের জমি সরকারী শর্ত অনুসারে অন্য কোন ব্যক্তির কাছে বিক্রি করতে পারেনা। আজ এই জমিটি অবৈধ দখলদারের হাত হতে মুক্ত করিয়া সীলগালা করে দেয়া হয় এবং লীজ বাতিলের ব্যবস্হা গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ হতে দূর্নীতির ক্ষেত্রে সরকারী কর্মচারীদেরকেও ছাড় দেওয়া হবে না এবং এই কার্যক্রম চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here