১৬ ফেব্রুয়ারি ২০২১ মোঃতারেক ইসলাম সিয়াম,টাংগাইলে সখিপুরে প্রতিনিধি :
সখিপুরে অনুমোদনহীন ও ভেজাল ওষুধ রাখা ও বিক্রির দায়ে চার ওষুধ দোকানদারকে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ।
আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা। ব্যবসাপ্রতিষ্ঠান হচ্ছে আল মদিনা ফার্মেসিকে ৫০ হাজার, আল মক্কা মডেল মেডিসিন সপকে ৪০ হাজার, ইতি ফার্মেসীকে ৩ হাজার, ডক্টরস ছালমা ফার্মসীকে ৩ হাজার টাকাসহ মোট ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় টাঙ্গাইল ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক নার্গিস আক্তার উপস্থিত ছিলেন।