সাংবাদিক হত্যার পরিকল্পনাকারীর বিরুদ্ধে থানায় আইনি ব্যবস্থা না নেয়ায় মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের প্রতিবাদ সভা

0
41
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
গোবিন্দ মল্লিক মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আয়োজনে অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ কে হত্যার পরিকল্পনাকারীর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় আইনি ব্যবস্থা না নেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের চৌমুহনী চত্বরে অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন , সুধাংশু শেখর হালদার, চিনু রঞ্জন তালুকদার, সৈয়দ ময়নুল ইসলাম রবিন, আব্দুল বাছিত খান প্রমুখ। অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুকিদ ইমরাজ,গোবিন্দ মল্লিক , বদরুল আলম চৌধুরী, এ.কে অলক, জুবায়ের আহমদ ,মামুনুর রশিদ, আজিজুল ইসলাম রিয়াদ, মোঃ সাইফুল ইসলাম, নাসরিন প্রিয়া, জাহেদুল ইসলাম পাপ্পু, পায়েল আহমদ, ফজলুর রহমান,আলিম আল মুনিম, জাহেদুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ সভায় অবিলম্বে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন দাখিলের জন্য এবং দোষী ব্যক্তির বিরুদ্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান বক্তারা। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here