মোঃ মামুন হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় অজ্ঞাত পরিচয়ের একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিরা ইউনিয়নের মির্জাপুর কেশা গ্রামের একটি ডোবা থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো নিহতের পরিচয় জানা যায়নি। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, স্থানীয় এক যুবক কাজ করতে এসে ডোবার মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পাই। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সেই তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাছাড়া এখনো তার সঠিক পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৪৫-৫০ বছরের মত। তিনি বলেন, নিহতের শরীর অনেকটা পচে গলে গেছে। ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।