সাতক্ষীরা প্রতিনিধিঃ অদ্য বুধবার ২৩/০৯/২০২০ ইং তারিখ পুলিশ সুপার, সাতক্ষীরা, জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে কলারোয়া থানার সীমান্তবর্তী এলাকায়, কলারোয়া থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা এবং পুলিশ লাইন্স এর চৌকস সদস্যেদের সমন্বয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সাতক্ষীরা, জনাব মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অন্যান্যের মধ্যে ছিলেন কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব হারান চন্দ্র পাল, পুলিশ পরিদর্শক (ডিবি) জনাব মোঃ আজিজুর রহমান, এসআই (নিঃ) মনিরুল ইসলাম, এসআই (নিঃ) তনময়, এসআই (নিঃ) সোহরাব হোসেন, এসআই (নিঃ) রেজাউল করিম, এস আই কামাল হোসেন,এ এস আই নুরালী,এ এস আই আছাবুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা। সিভিল সার্জন এর কার্যালয়, সাতক্ষীরার মেডিকেল অফিসার জনাব জয়ন্ত সরকারও এসময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা, পার্শ্ববর্তী জেলা যশোর ও খুলনার মাদক সেবীরা কলারোয়া থানার সীমান্তবর্তী এলাকা কেড়াগাছী, সোনাবাড়িয়া, চন্দনপুর সহ জালালাবাদ ও ঝিকরা এলাকায় এসে মাদক সেবন করছে, এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বাহ্যিক লক্ষণ বিবেচনায় এবং উপস্থিত ডাক্তারের পরামর্শে মোট ২৬ জনকে মাদকসেবী সন্দেহে করে ডোপ টেস্ট এর জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ডোপ টেস্ট শেষে ১৫ জনের ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এবং ১১ জনের ক্ষেত্রে রিপোর্ট নেগেটিভ আসে। মাদকাসক্ত প্রমাণিত ১৫ জন এর নিকট যে সমস্ত মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করেছিল, তাদেরকে শনাক্তের কাজ চলছে। মাদকসেবী প্রমাণিত ১৫ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮” এ মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান ইন্সপেক্টর তদন্ত জনাব হারান চন্দ্র পাল।
সর্বশেষ সংবাদ
কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ পালিত
আকরাম হোসেন রিপন
গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ৭ই মার্চ উপলক্ষ্য উপজেলা প্রশাসন...
কাপাসিয়ায় শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন।
আকরাম হোসেন রিপন, কাপাসিয়া (গাজীপুর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামে এ টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় শেখ কামাল আন্তঃ...
গাজীপুরে স্থানীয়দের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
আকরাম হোসেন রিপন, কাপাসিয়া (গাজীপুর)
গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মুক্তারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর সার্বিক ব্যবস্থাপনায় ৬০০টি অসহায় ও দুঃস্থ পরিবারের...
ইতালির বারে গুলিবর্ষণ, প্রধানমন্ত্রীর বান্ধবীসহ নিহত ৩
ইতালির রোমে আচমকা বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো নিহত হয়েছেন।
ওই হামলায় তিনি ছাড়াও আরও দুজন প্রাণ হারিয়েছেন। বান্ধবীকে হারিয়ে...
শুধুমাত্র হাত পরিষ্কার থাকলেই আমরা ৮০ ভাগ রোগ থেকে মুক্তি পেতে পারি বললেন সিমিন...
আকরাম হোসেন রিপন (কাপাসিয়া) গাজীপুর আমাদেরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ঈমানের অঙ্গ। আর শুধুমাত্র হাত পরিষ্কার রাখলে আমরা আশি পার্সেন্ট...