সাতক্ষীরা শ্যামনগরে বালুর উপর মাটির বাঁধ: বাঁধা দেওয়ায় মামলা

0
8

মোঃ মামুন হোসেন, সাতক্ষীরা প্রতিনিধিঃ

২০মে আম্পানে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলোর মধ্যে অধিকাংশই ভেঙে গিয়ে পানিতে প্লাবিত হয়। সরকারি বেসরকারি স্বেচ্ছাশ্রম ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে কাজ করে রিংবাঁধ দিয়ে সাময়িক পানি বন্ধ করা হয়। ভাঙন কবলিত ক্লোজারগুলো আটকাতে বালু ভরাট দেয়া হয়। রিংবাঁধগুলো স্থায়ী করতে পাউবোর পক্ষ থেকে কাজ শুরু করা হয়েছে। পাউবো সঠিক পরিকল্পনা গ্রহণ না করে বালুর উপর মাটি দিয়ে রিংবাঁধ তৈরী করছে। অপরিকল্পিতভাবে বালুর উপর মাটি দিয়ে রিংবাঁধ দেওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করলে দেওয়া হচ্ছে হুমকি। পাউবোর কর্মকর্তারা প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা হামলার ভয় দেখিয়ে এ ধরনের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রীতি বুড়িগোয়ালিনি ইউনিয়নের দাতিনাখালি মাসুদ মোড়ের এক কিলোমিটার বাঁধ ভাঙনের রিংবাঁধের কাজ শুরু করে পাউবো। পাউবোর সেকশান অফিসার শাহানাজ পারভীনের উপস্থিতে বালুর উপর মাটি দিয়ে রিংবাঁধ দিতে শুরু করলে স্থানীয় সচেতন মহল তাতে প্রতিবাদ করে। পাউবোর সেকশন অফিসার শাহানাজ পারভীন এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় জিল্লুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেন। জিল্লুর রহমান বলেন, আমার বাড়ির উপর দিয়ে রাস্তায় দিচ্ছে বালুর উপর মাটি দিয়ে। আমি সেটা নিষেধ করতে গেলে আমার নামে মামলা দিয়েছে। স্থানীয় মিজানুর মোড়ল বলেন, অনেক প্রত্যাশার পরে রিংবাঁধের কাজ শুরু করলেও বালুর উপর মাটি দিয়ে রিংবাঁধ দেওয়া হচ্ছে। এক বছরের মধ্যে মাটি দেওয়া রিংবাঁধের নিচে থেকে বালু সরে আবার ভেঙে যাবে। খালেকুল ইসলাম জানান, বালুর বস্তা ও বালুর উপর মাটি দিয়ে রিংবাঁধ দেওয়া হচ্ছে। এতে নদীতে জোয়ার আসলে বালু সরে গিয়ে আবার ভেঙে যাবে। ওজিয়ার মোড়ল বলেন, বালু উপর মাটি দিয়ে রিংবাঁধ দেওয়ার প্রতিবাদ করতে গেলে পাউবোর লোকজন মামলা হামলার ভয় দেখায়। বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান ভবোতষ কুমার মন্ডল বলেন, বালুর উপর দিয়ে রিংবাঁধ দেওয়ার বিষয়টি শুনেছি। এভাবে রিংবাঁধ দিলে আবার ভেঙে যাবে। সরেজমিনে পরিদর্শন করে তদন্তপূর্বক পাউবোর উধ্বর্তন কর্মকর্তাদের জানিয়ে ব্যবস্থা নেয়া হবে। পাউবোর সেকশন অফিসার উপ-প্রকৌশলী শাহনাজ পারভীন বলেন, বালুর উপর দিয়ে রিংবাঁধ দিতে আমরাও চাইনা। কিন্তু জায়গা না থাকলে তো বাঁধ দিতে হবে। স্থানীয়দের বিরুদ্ধে থানায় অভিযোগের বিষয়ে বলেন, স্থানীয় জিল্লুর রহমানসহ তার দলবল আমাদের কাজ বন্ধ করে দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। সে কারণেই থানায় অভিযোগ করেছি। বাজেটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি জানি না। স্যারেরা বলতে পারবেন। এদিকে শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মাণাধীন বেড়িবাঁধ জোরপূর্বক কেটে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ এনে গত ১৯ সেপ্টেম্বর শ্যামনগর উপ-সহকারি প্রকৌশলী (এসও) মোছা. শাহানাজ পারভীন দাতিনাখালী গ্রামের মো. জিল্লুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, বিগত ২০ মে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে দাতিনাখালীতে পানি উন্নয়ন বোর্ডের ০.১১০ কি. মি. বেড়িবাঁধ নদীতে ধসে এলাকায় নোনাপানি প্রবেশ করে। পরবর্তীতে পাউবো কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত স্থানে রিংবাঁধ নির্মাণ করে। ওই রিংবাঁধ দিয়ে এলাকার জনসাধারণ যাতায়াত করে থাকে। স্থানীয় জিল্লুর রহমান নিজ স্বার্থের জন্য পাউবো রিংবাঁধের ১০/১২ ফুট কর্তন করে রিংবাঁধটি হুমকিতে ফেলে দেয়। বিষয়টি জানতে পেরে উপ-সহকারি প্রকৌশলী শাহানাজ পারভীনসহ অফিস সহকারি খোরশেদ আলম ও তুষার কুমার বর্মন ঘটনাস্থলে পরিদর্শনে গেলে জিল্লুর রহমান শারিরীকভাবে তাকে লাঞ্ছিত করে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে পাকড়াবার চেষ্টা অব্যাহত আছে। সার্বিক বিষয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) রাশেদুর রহমান বলেন, সরকারি কাজে বাঁধা প্রদান এবং একজন মহিলা কর্মকর্তাকে লাঞ্ছিত করা বে-আইনি। তিনি আসামীকে দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here