ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ।।
সিলেটের ওসমানীনগরে লাইটেসের ধাক্কায় আহত বানিয়াচঙ্গের ঠিকাদার মনজিল খাঁর মৃত্যু ঘটেছে ।১০ দিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লডাই করে২০ সেপ্টেম্বর রাত ৩ টায় সে মৃত্যুর কোলে ঢলে পডে। সে বানিয়াচঙ্গ ঊপজেলা সদরের মীর মহল্লা গ্রামের মৃত সুরাব খাঁর পুত্র। জানা যায় গত ১০ সেপ্টেম্বর সকাল ১০ টায় ওসমানীনগর থানার পাশে ওয়ার্কসপ থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় একটি লাইটেস সজোরে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। পালিয়ে যাওয়ার সময় ওসমানীনগর থানা পুলিশ গাড়িটিকে আটক করে। ও গুরুতর আহত অবস্হায় মনজিল খাকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করেন । সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকাবস্হায় সে মৃত্যুবরণ করে।হাসপাতালে ময়নাতদন্ত শেষে মৃতের লাশ গ্রামের বাড়ীতে গতকাল মাগরিবের নামাজের পর জানাযা শেষে মাতাপুর মহল্লার কবরস্তানে দাফন করা হয়।