জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:-/
সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমিতে পর্যটন ও উন্নয়ন বিষয়ক মাসিক ম্যাগাজিন আলোকিত কুয়াকাটা”র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাগরকান্যা খ্যাত কুয়াকাটা আরো এক ধাপ প্রচার-প্রচারণার মাত্রা যুক্ত হয়েছে, পর্যটকদের কাছে কুয়াকাটা সম্পর্কে জানা-অজানা কে তুলে ধরবে এই ম্যাগাজিন আলোকিত কুয়াকাটা।
৮ জানুয়ারী২০২২ইং (শনিবার) বেলা ১০টা ৩০ মিনিটে কুয়াকাটা প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে মোড়ক উম্মোচন করা হয়।
আলোকিত কুয়াকাটা’র প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক সহ উপস্থিত কৃত মেহমান বিন্দু।
পর্যটন ও উন্নয়ন বিষয়ক, আলোকিত কুয়াকাটা মাসিক ম্যাগাজিনের সম্পাদক মন্ডলীর সভাপতি, এস এম জিয়াউর রহমান। সম্পাদক, আনোয়ার হোসেন আনু। নির্বাহী সম্পাদক, তৌহিদুল ইসলাম কনক। ব্যবস্থাপনা সম্পাদক, এ এম মিজানুর রহমান বুলেট। উপসম্পাদক, উত্তম কুমার হাওলাদার।
ম্যাগাজিন আলোকিত কুয়াকাটা’র সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে আয়োজিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র, আঃ বারেক মোল্লা, প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মোঃ হাচনাইন পারভেজ, আলোকিত কুয়াকাটার ব্যবস্থাপনা সম্পাদক এ এম মিজানুর রহমান বুলেট, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, কলাপাড়া রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দিপু, আলোকিত কুয়াকাটার নির্বাহী সম্পাদক কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক প্রমুখ। প্রকাশনা উৎসবে সাংবাদিক, মহিপুর থানা পুলিশ কর্মকর্তা, নৌ-পুলিশ, ট্যুর অপারেটর, ট্যুর গাইড এসোসিয়েশন, কুয়াকাটা শুভ সংঘ ক্লাব নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিত্ব সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
প্রকাশনা উৎসবে বক্তারা বলেন, ম্যাগাজিনটি আমাদের কুয়াকাটায় আগত পর্যটকদের সম্পর্কে সবকিছু জানা-অজানা কে তুলে ধরা হবে।পর্যটন ও উন্নয়ন বিষয়ক “আলোকিত কুয়াকাটা” কুয়াকাটা পর্যটনের প্রচার ও ব্যান্ডিংয়ের মাধ্যমে কুয়াকাটাকে দেশী বিদেশী পর্যটকদের জন্য মাইলফলক হিসেবে কাজ করবে। বক্তারা আরও বলেন, পর্যটন উন্নয়নে আলোকিত কুয়াকাটা ম্যাগাজিন ভূমিক রাখবে। আলোকিত কুয়াকাটা’র নিয়মিত প্রকাশের জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন বক্তারা।