লালমনিরহাট প্রতিনিধি:
পাটগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বাস্হ্যবিধি অমান্য করায় ৬ ব্যক্তিকে জরিমানা
স্বাস্থ্যগত নিরাপত্তা রক্ষায় সরকারের নির্দেশনা না মানায়, পাটগ্রাম উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে ৬ ব্যক্তিকে জরিমানা এবং লকডাউনের দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ না করায়় ৬ জনকে বিভিন্ন অংকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে । গতকাল মঙ্গলবার ( ৬ এপ্রিল ) বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে এই অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় । অভিযান থেকে সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রচারণা চালানো হয়। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয় নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে