হবিগঞ্জে দুর্নীতির অভিযোগে ডাঃ আবু সুফিয়ানের বিরুদ্ধে দুদকের মামলা।

0
17

এস এম খলিলুর রহমান হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জে আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। প্রকৃত দামের চেয়ে অতিরিক্ত দামে বই কিনে এক কোটি ঊনত্রিশ লক্ষ তেত্রিশ হাজার একশত একুশ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। মামলার অন্য আসামি নির্ঝরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলী। ১৬জুন রোববার দুদকের উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান মামলা করে। শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সুফিয়ান।দুদক কমিশনের উপ-সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামি হলো পুনম ট্রেড ইন্টারন্যাশনালের এসএম নজরুল ইসলাম নুতন।মামলার অভিযোগে বলা হয়েছে, অতিরিক্ত মূল্য দেখিয়ে যন্ত্রপাতি কেনার মাধ্যমে দুই কোটি চৌদ্দ লক্ষ সাতচল্লিশ হাজার সাত শত টাকা আত্মস্বাত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here