উমর ফারুক শাবুল, আজমিরিগঞ্জ প্রতিনিধি :
খেলাফত মজলিস আজমিরীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতি গ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ১৬ সেপ্টেম্বর, বুধবার বিকালে স্থানীয় আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশায় বন্যায় ক্ষতি গ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বানিয়াচং-আজমিরীগঞ্জ সংসদ নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট সারোয়ার আলম শামিম, জেলা সহ- সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়সল তালুকদার, উপজেলা সভাপতি মাওলান আ.শ.ম নজরুল ইসলাম, জনাব মওদুদ আহমেদ প্রমুখ। প্রায় অর্ধশতাধিক বন্যায় ক্ষতি গ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।