সিটন চৌধুরী,,, হবিগনজ উপজেলা প্রতিনিধি।।
হবিগঞ্জ পৌরসভায় বিভিন্ন পাড়ায় চলছে ইয়াবা নামক মরন নেশা বিক্রয়। ইয়াবার পাশাপাশি চলছে গাজা ফেনসিডিল নামক মরননেশা, এসব নেশা সেবন করে বিপদগামী হচ্ছে উঠতি বয়সের তরুন তরুনী ও ধ্বংস হচ্ছে যুবসমাজ। শহরের নামকরা মাদক ব্যবসায়িরা অবাধে চালাচ্ছে মাদক ব্যবসা। মাদক সেবীরা মাদকের টাকার জন্য বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পরছে। চুরি ছিনতাইয়ের মতন ঘটনা করে বেড়াচ্ছে। জেলা পুলিশ প্রশাসন, ডিবি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা,সহ আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে গ্রেফতার করে চিহৃিত মাদক ব্যবসায়িদের জেলে প্রেরন করলেও আদালত হইতে জামিনে মুক্তি পেয়ে যায়।