হোমনায় দুই ভাইয়ের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধের জের গাছের ডাল কাটা নিয়ে সংঘর্ষে আহত ৬

0
64

iমো. আবু রায়হান চৌধুরী

কুমিল্লার হোমনায় আপন দুই ভাইয়ের মধ্যে জায়গা সক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এরই জের ধরে গাছের ডাল কাটা নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পরে উভয় পরিবার। এক পর্যায়ে ঘটনাটি মারামারিতে রুপ নিলে উভয় পক্ষের ৬ জন আহত হয়। গত ২৮শে সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার ভিটিকালমিনা চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল খালেক (৬৫), ইয়ার খান (২৮), গোলাম মোস্তফা (২৭) ও সালমা আক্তার (২২) এবং অপর পক্ষের ভাসানী (২৮) ও আয়েশা বেগম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল খালেকের আপন বড় ভাই আব্দুল মজিদের সাথে জায়গা জমি সংক্রান্ত ও চলাচলের জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন আবদুল মজিদের ছেলে ভাসানী চাচা আব্দুল খালেকের বাগান বাড়ির কাঠাল গাছের ডালা কাটেন। এতে আব্দুল খালেক এসে বাধা দিলে, তাদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে আব্দুল খালেক ও ভাসানীসহ উভয় পক্ষের লোকজন হাতাহাতি মারামারি ও কামড়াকামড়িতে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের ৬জন আহত হয়। এই ঘটনায় আব্দুল খালেক বাদী হয়ে আব্দুল মজিদ ও তার ছেলে ভাসানীসহ ৫ জনের বিরুদ্ধে হোমনা থানায় অভিযোগ দায়ের করেন। তবে অপরপক্ষ একটি সাধারন ডায়েরি করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে ভাষানির সাথে হাসপাতালে কথা বললে সে জানায়, আমার ঘরের চালে সৌর বিদ্যুতের প্যানেলে গাছের ডালার ছায়া পড়ায় আমি কাটতে যাই। এ নিয়ে মারামারি হয়। সরেজমিনে পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বললে এ ঘটনার সত্যতা পাওয়া যায়। তবে এ বিষয়ে আব্দুল মজিদের পরিবারের লোকজনের সাথে কথা বলে জানতে চাইলে তারা কেউই ক্যামেরার সামনে কোন প্রকার কথা বলতেই রাজি হয়নি। এব্যাপারে হোমনা থানার অফিসার ইনচার্জ আবুল কায়েস আকন্দ বলেন, থানায় উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here