“৪,০০,০০০ পিছ অবৈধ নাছির বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস”

0
23

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: গোবিন্দ মল্লিক :-

মৌলভীবাজার মডেল থানা কম্পাউন্ডে খোলা আকাশের নিচে বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক অদ্য ০৪/১০/২০২০ ইং তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকার সময় জিআর মামলা নং- ২২৯/১৮ (সদর) এর জব্দকৃত আলামত ২,১০,০০০ পিছ ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ নাছির বিড়ি হইতে নমুনা আলামত ১,০০০ পিছ রেখে অবশিষ্ট আলামত এবং জিআর মামলা নং- ২২৮/১৯ (সদর) এর জব্দকৃত আলামত ১,৯১,০০০ পিছ ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ নাছির বিড়ি হইতে নমুনা আলামত ১,০০০ পিছ রেখে অবশিষ্ট আলামত আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মৌলভীবাজার জনাব, মোঃ জিয়াউর রহমান মহোদয়ের উপস্থিতিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব, পরিমল চন্দ্র দেব ও এসআই/ মোঃ কামাল উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here