এখনও বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

0
11

বর্ণবাদ বিরোধী বিক্ষোভে এখনও উত্তাল নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহর।
কৃষ্ণাঙ্গ নারী ব্রেওনা টেইলরকে হত্যার সঙ্গে জড়িত তিন পুলিশ কর্মকর্তার সবাইকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে গেল কিছুদিন ধরেই বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র।
কারফিউ উপেক্ষা করে বৃহস্পতিবারও (২৪ সেপ্টেম্বর) লুইসভিলে বিক্ষোভ করেন ক্ষুব্ধ আন্দোলনকারীরা। এছাড়াও, আটলান্টায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।

স্থানীয় কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যাওয়ার নির্দেশ দিলে, তা অমান্য করে আন্দোলনকারীরা
বিক্ষোভ অব্যাহত রাখায় পুলিশ তাদের ওপর চড়াও হয়। এসময় ৭ বিক্ষোভকারীকে আটক করা হয় বলে জানা গেছে।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাসায়নিক গ্যাস ছোঁড়ার অভিযোগও আনে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here