রিপোর্ট : সুলতানা বেগম,আশুগঞ্জ প্রতিনিধিঃ
বিস্তারিত: আজ ১২- ই আগস্ট ২০২০ইং।আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অনেক বেশি।আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কম বা বেশি হলে বাংলাদেশেও স্বর্ণের দাম একই মানে কম বা বেশি হয়ে থাকে।
সেক্ষেত্রে বাংলাদেশের চাহিদা এত পূরণ হয়না বরং- চ, বিপন্ন স্বর্ণ খাতের কাজেও সে রকম ভাবে প্রয়োজন মেটাতে পারে না।স্বর্ণের প্রতি গ্রাম,প্রতি আনা,প্রতি ভরি কতটাকা বিক্রয় করছে এবং কতটাকা ক্রয়য় করছে তা বিস্তারিত দেওয়া হলো:
বাংলাদেশ জুয়েলার্স সমিতি কর্তৃক নির্ধারিত প্রতি এক গ্রাম একং প্রতি আনা স্বর্ণের মূল্য।
মান ২২ ক্যাা: প্রতি এক গ্রামে ৬,৬২০ এবং প্রতি এক আনা ৪,৮২৫টাকা।
মান,২১ক্যা: প্রতি এক গ্রামে ৬,৩৫০ এবং প্রতি এক আনা ৪,৬২৯টাকা।
মান,১৮ ক্যা: প্রতি এক গ্রামে ৫,৬০০ এবং প্রতি আনা ৪,০৮২ টাকা।
সনাতন ১৮ক্যাা: প্রতি গ্রামে ৪,৭১৫ এবং প্রতি আনা ৩,৪৩৭টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি কর্তৃক নির্ধারিত ১১.৬৬৪ গ্রাম সমান ১ ভরি স্বর্ণের বিক্রয় মূল্য একং ক্রয়য় মূল্য:
মান ২২ক্যা: বিক্রয় মূল্য ৭৭,২১৫ এবং ক্রয় মূল্য ৬১,৭৭২টাকা।
মান ২১ক্যাা:বিক্রয় মূল্য৭৪,০৬৬ এবং ক্রয় মূল্য ৫৯,২৫২টাকা।
মান,১৮ক্যাা:বিক্রয় মূল্য ৬৫,৩১৮ এবং ক্রয় মূল্য ৫২,২৫৪টাকা।
সনাতন ২১ ক্যা: বিক্রয় মূল্য ৫৪,৯৯৫ এবং ক্রয় মূল্য ৪৪,০০০ টাকা।
এ হলো আজকের বাজারে স্বর্ণের দাম।