তিন বছর আগে ‘হোয়ার ইজ মাই নেম’ হ্যাশট্যাগের অধীনে একটি প্রচার প্রচারণা শুরু হয় নারীদের নাম নিয়ে। পরে সেই প্রচারণায় সমর্থন পায় বহু সেলিব্রিটি এবং আইনপ্রণেতার।
‘হোয়্যার ইজ মাই নেম’ প্রচারণার প্রতিষ্ঠাতা লালেহ ওসমানী জানান, এই সিদ্ধান্তে তিনি অত্যন্ত আনন্দিত।
এখন পর্যন্ত আফগান আইন অনুসারে সন্তানের আইডি কার্ডে শুধু বাবার উল্লেখ থাকে। আফগানিস্তানে জনসমক্ষে নারীর নাম ব্যবহার করা ঐতিহ্যগতভাবেই ছোট কাজ এবং অপমান হিসেবে বিবেচনা করা হয়।
এমনকি চিকিৎসকের দেয়া প্রেসক্রিপশনেও নিজের নাম লেখা পাওয়া গেলে অনেক নারীকে মারধরের শিকার হতে হয়।
কিন্তু
সামাজিক মাধ্যমে সেই প্রচারণায় দেখা গেছে অ্যাক্টিভিস্টরা তাদের নাম ও মায়ের নাম ব্যবহার করছেন।