ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ল আর্মেনিয়া ও আজারবাইজান।
রোববার (২৭ সেপ্টেম্বর) এই যুদ্ধ শুরু হয়।
এখন পর্যন্ত যুদ্ধে অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরো শতাধিক।
বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা গেছে, এই যুদ্ধে ১৬ জন আর্মেনিয়ান বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়েছে। দু’পক্ষেই হতাহত হওয়ার খবর এসেছে।
এছাড়াও আর্মেনিয়ান এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে।
আজারবাইজানে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।
এদিকে সংঘর্ষ শুরু হতেই বিবৃতি দেয় রাশিয়া। মস্কোর পক্ষ থেকে জানানো হয়, উভয় দেশকে অবিলম্বে যুদ্ধবিরতি করে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করতে হবে।