মোল্লা মনিরুজ্জামান মনির, ইতালি প্রতিনিধিঃ
ইতালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নোয়াখালী চাটখিলের মোঃ ফাহাদ হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি…. রাজিউন।
জানা গেছে, মোঃ ফায়াদ হোসেন ইতালির পেসকারা শহরে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার আনুমানিক বয়স হয়েছিল ৪৫ বছর। তার মৃত্যুতে পেসকারা শহরে বসবাসরত বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মোঃ ফাহাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।