এশিয়া ৬০ বছরে প্রথম আঞ্চলিক মন্দায়

0
8

মঙ্গলবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জানায়, মহামারী এশিয়া অঞ্চলের উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে মন্দার মুখে ফেলেছে।
বিশ্ব মহামারী করোনাভাইরাসের কবলে পড়ে গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো আঞ্চলিক মন্দায় পড়েছে এশিয়া মহাদেশ।

 

 

চলতি বছরে উন্নয়নশীল অঞ্চলের অর্থনীতি শূন্য দশমিক ৭ শতাংশ সঙ্কুচিত হবে বলে দাবি করছে এডিবি।
এডিবির বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, এশিয়া অঞ্চলের ৪৫টি দেশে এই মন্দা দেখা দিয়েছে। যা গত প্রায় ছয় দশকের মধ্যে প্রথম।

 

এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুইয়ুকি সাওয়াদা এক বিবৃতিতে বলেছেন, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশের অর্থনীতির প্রবৃদ্ধি চলতি বছরের বাকি সময়টাতে কঠিন অবস্থার মুখোমুখি হতে পারে।

চীন অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে শুরু করলেও দক্ষিণ এশিয়া সবচেয়ে ক্ষতির ঝুঁকিতে আছে। এ বছর ভারতের অর্থনীতি ৯ শতাংশ সঙ্কুচিত হতে পারে। আর দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতি ৩ দশমিক ৮ শতাংশ হ্রাস পেতে পারে।
বিশেষ করে এই অঞ্চলের পর্যটন নির্ভর অর্থনীতির দেশগুলো ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়বে।

তবে মহামারী প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়া হলে ২০২১ সালে এশিয়ার অর্থনীতি ভালাভাবেই ঘুরে দাঁড়াবে।

আশার কথা হলো, ওই বছর এশিয়ার অর্থনীতিতে ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি ঘটতে পারে বলে প্রত্যাশা করছে এশীয় উন্নয়ন ব্যাংক।
বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন সংবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here