করোনার ভয়াল থাবায় ভারতের রেলপ্রতিমন্ত্রীর মৃত্যু

0
11

ভারতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ছাড়িয়েছে এবং প্রাণ হারিয়েছে ৯১ হাজারের বেশি মানুষ।
করোনাভাইরাসে প্রাণ হারানো দেশের প্রথম কেন্দ্রীয় মন্ত্রী ও চতুর্থ সাংসদ।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ভারতের রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি। দুই সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি।
পরিস্থিতির অবনতি ঘটলে তাকে দিল্লির এআইআইএমএসে ভর্তি করা হয়। সেখানেই বুধবার রাতে মৃত্যু হয় তার।

১৯৫৫ সালে কর্ণাটকের বেলগাঁও জেলায় জন্ম নেওয়া এই বিজেপি নেতা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।
১৯৯৬ সালে তিনি বেলগাঁওয়ে বিজেপির সহসভাপতি হিসাবে তার কাজ শুরু করেন।

 

২০০৪ সালের লোকসভা নির্বাচনে সুরেশ অঙ্গাদি এমপি নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি আবারও নির্বাচিত হন।
২০১৪ সালে বিজেপি যখন ক্ষমতায় এলো তখন তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হন।
গত বছরের সাধারণ নির্বাচনে চতুর্থবারের জন্য নির্বাচিত হলে তাকে কেন্দ্রীয় রেলপথ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

এক টুইটবার্তায় তিনি লিখেছেন, সুরেশ অঙ্গাদি অতুলনীয় কর্মী ছিলেন। কর্ণাটকে দলকে শক্তিশালী করতে কাজ করেছেন উনি।
দায়বদ্ধ সাংসদ ও দায়িত্বশীল মন্ত্রী ছিলেন সুরেশ। তার মৃত্যুতে আমি শোকাহত।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সুরেশ অঙ্গাদির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here